Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকার সাভারে ধলেশ্বরী শাখা নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে বাড়ইগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর ইউএনবি’র।
নিখোঁজ তিন ছাত্র হলেন- রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭), রাজন (১৭) ও আকাশ (১৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান, দুপুরে কলেজের ১২ জন ছাত্র ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রামে গোসল করতে নামে। এসময় বেশ কয়েকজন সাঁতরে নদীর তীরে উঠলেও ওই তিন ছাত্র নিখোঁজ হন।
নদীতে অনেক স্রোত রয়েছে জানিয়ে লিটন আহমেদ বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া নদীতে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।