Advertisement
জুমবাংলা ডেস্ক : সাভারে গত ২৪ ঘণ্টায় আরও ৯ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট ২৯ শ্রমিক করোনা আক্রান্ত হলেন। বুধবার (৬ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল ৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯ শ্রমিকসহ ১৯ জনের করোনা পজিটিভ এসেছে।
এর আগে একদিনে আরও ৮ শ্রমিকসহ এ নিয়ে মোট ২৯ শ্রমিক করোনায় আক্রান্ত হলেন। এছাড়াও সাভার উপজেলায় এখন পর্যন্ত মোট ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।