আন্তর্জাতিক ডেস্ক: ইরান এখন গণহারে সাবমেরিন মিসাইল তৈরি করছে। নিজেদের সামরিক বাহিনীকে ক্রমশই শক্তিশালী করে তুলছে তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সোমবার ইরানের নৌবাহিনী কমান্ডারের বরাতে এসব তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জানান, প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হয়েছে ইরান। তারা নিজস্ব সাবমেরিন মিসাইল ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু দেশেই তৈরি করতে সক্ষম। সাবমেরিন, মিসাইল, ক্যাপসুল সবকিছু ইরানি বিশেষজ্ঞরাই তৈরি করছেন।
ইরানের সুবিধা হলো সবচেয়ে কম খরচে সমুদ্রপথে পণ্য পরিবহন করা যায়। পার্শ্ববর্তী ১২টি দেশের সঙ্গে ইরানের যৌথ সমুদ্রসীমা আছে। এর মানে, প্রতিবেশী দেশগুলোর ৮০ শতাংশের সঙ্গে সমুদ্রসীমা রয়েছে দেশটির।
ইরানের কাঁচামাল ও খাবার পরিবহনের প্রধান উৎস সমুদ্রপথ। একটি চার লাখ টন পণ্য পরিবহন ক্ষমতা সম্পন্ন জাহাজ ২০ হাজারটি ২০ টন পরিবহন ক্ষমতা সম্পন্ন ট্রাকের সমান।
নৌ কমান্ডারের তথ্য অনুযায়ী, পণ্য পরিবহনের নয়টি অতিগুরুত্বপূর্ণ সমুদ্রপথের মধ্যে দু’টি ইরানের মধ্য দিয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।