জুমবাংলা ডেস্ক : রাজধানীর সায়েদাবাদ এলাকায় হৃদয় খান (২৫) নামে চীনফেরত এক যুবক অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার কাছে থাকা একটি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। পাসপোর্টে ১১ পাতায় লেখা আছে চায়না ভিসা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন মিয়া জানান, ৯৯৯ নাইনে ফোন কল পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে সায়েদাবাদ বলাকা বাস টার্মিনালের ভেতর রাস্তায় অবস্থায় পাই ওই যুবককে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠাই। সেখানে তার ‘স্টমাক ওয়াশ’ করার পরে মেডিসিন বিভাগে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন।
এএসআই সুজন মিয়া জানান, হৃদয়ের সঙ্গে একটি পাসপোর্ট পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে তার দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে তার বিষয়ে তথ্য জানা গেছে।
হৃদয়ের দূর সম্পর্কের নানা আবু সিদ্দিক সঙ্গে ফোন যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। হৃদয়ের নাম মনির হোসেন। গত আট মাস আগে হৃদয় চীনে যায় বলে পরিবার দাবি করে। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে হৃদয় বাংলাদেশে আসেন। পরে এখান থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিলো হৃদয়ের।
এএসআই আরও জানান, অচেতন যুবকের কাছে পাসপোর্টসহ কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেখানে চায়না ভিসাসহ থাইল্যান্ডের টিকিট পাওয়া গেছে। তবে, এটা নিশ্চিত অচেতন যুবক ৫ ফেব্রুয়ারি বিদেশ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। তবে তিনি চায়না থেকে এসেছেন নাকি থাইল্যান্ডের থেকে এসেছেন এটা বিস্তারিত জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।