
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) জানিয়েছে, দাবি আদায় না হলে রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে সারাদেশে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এমবিসিবির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস গণমাধ্যমকে বলেন, দাবির প্রতি সমর্থন জানাতে ব্যবসায়ীরা রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাও করবেন।
ব্যবসায়ীদের প্রধান দাবির মধ্যে রয়েছে:
সিন্ডিকেট প্রথা বাতিল
এনইআইআর সংস্কার
মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা
তারা অভিযোগ করেছেন, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীদের মতে, নতুন এই নিয়মের কারণে একটি সীমিত গোষ্ঠীই লাভবান হবে এবং বাড়তি করের প্রভাব গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বৃদ্ধিতে পড়বে।
এমবিসিবি জানিয়েছে, দাবির বাস্তবায়ন না হলে তারা আরও শক্তিশালী ও দীর্ঘমেয়াদি আন্দোলনে যাবে।
গত রোববার (৩০ নভেম্বর) সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে গত ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেয় এমবিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



