বিনোদন ডেস্ক : ‘আজব প্রেম কি গজব কাহানি’-র শুটিংয়ের সময় সালমান খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। ওই সময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের জেরেই সালমান খান-কে জীবন থেকে ব্রাত্য করে দেন ক্যাটরিনা। যদিও রণবীরের সঙ্গে প্রায় ৬ বছর লিভ ইন করার পর তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ক্যাটের। রণবীর কাপুরের জীবন থেকে বেরিয়ে যাওয়ার পর ফের সালমান খানের ছত্রছায়ায় ফিরে আসেন ক্যাটরিনা। যা নিয়ে বি টাউনে জোর চর্চা শুরু হয়ে যায়।
সালমানের সঙ্গে কেমন সম্পর্ক তাঁর, এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা। তিনি বলেন, তাঁর সারা জীবনের বন্ধু হলেন সালমান। তাই তার সঙ্গে রসায়ন একেবারে অন্যরকম বলেও জানান ক্যাটরিনা।
প্রসঙ্গত সালমান খানের মা সালমা খান, বোন আলভিরা খান, অর্পিতা খান শর্মাদের সঙ্গে ক্যাটরিনা কাইফের বেশ ভাল সম্পর্ক। যা একবার নয়, বার বার উঠে এসেছে ক্যামেরার ফ্ল্যাশে। এমনকী, অর্পিতা খান শর্মার বাড়ির গণেশ পূজায় আলভিরা খানের সঙ্গে বাপ্পার আরতি করতেও দেখা যায় ক্যাটরিনাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।