জুমবাংলা ডেস্ক : বরিশালে সালিশের রায় বিপক্ষে যাওয়ায় নারীসহ ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। হামলায় আহত ৫ জনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বড় ঢালি বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সালিশদার কাজী দেলোয়ার হোসেন ও হারুন অর রশিদ।
যাদের মেডিকেলে ভর্তি করা হয়েছে তারা হলেন- রহিমা বেগম (৫০), সুমনা আক্তার (৩২), রাশিদা বেগম (৪০), জেসমিন আক্তার (৪৫), সিদ্দিক ঢালি (৪০) এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন সালমা বেগম (৪৮) ও রফিক ঢালি (৩৭)।
প্রত্যক্ষদর্শী মেম্বার সাদেক খান জানান, রামপট্টি গ্রামের বড় ঢালি বাড়িতে রাস্তা নির্মাণ নিয়ে কাঞ্চন ঢালি ও সিদ্দিক ঢালি গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সিদ্দিক ঢালি তার বসতঘরের উত্তর-পূর্ব পাশ দিয়ে ৬ ফুট প্রস্থের ওই রাস্তা দিতে চাইলেও কাঞ্চন ঢালি জোরপূর্বক সিদ্দিক ঢালির উঠান এবং পরিত্যক্ত বসতঘরের ওপর দিয়ে ওই রাস্তা নির্মাণের চেষ্টা করেন।
এ নিয়ে সৃষ্ট বিরোধের এক পর্যায়ে প্রভাবশালী কাঞ্চন ঢালি প্রতিপক্ষকে শায়েস্তা করতে তার দলবল নিয়ে গত সপ্তাহে সিদ্দিক ঢালির বসতঘরসহ তার পরিবারের সদস্যদের ৫টি বসতঘরের সামনে টিন ও বাঁশের বেড়া তুলে দিয়ে অবরুদ্ধ করে।
এ ঘটনা মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশী ডাকা হলে উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় ইউপি সদস্য সাদেক খানসহ ৭ জন সালিশদার সালিশে বসে। সালিশদাররা উভয় পক্ষের বক্তব্য ও সরজমিনে সাক্ষ্য-প্রমাণ নিয়ে শনিবার সকালে তাদের রায়ের রোয়েদাদনামা দেন।
ওই সালিশের রায়ে কাঞ্চন ঢালিগংরা হেরে গেলে ক্ষিপ্ত হয়ে দুপুরে কাঞ্চন ঢালি, জসিম ঢালি, কামাল ঢালি ও রাসেল ঢালি নেতৃত্বে তাদের ১০/১২ জনের একটি দল দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় সোহাগ ঢালি বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কাঞ্চন ঢালি ও তার সহযোগীরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজ্জু করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।