জানা গেছে, বিচারে ধর্ষণের শিকার ওই মেয়ের সম্মানের মূল্য হিসেবে ধর্ষকদের ১ লাখ টাকা এবং থানা থেকে মামলা তুলে নেওয়ার খরচ বাবদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসী জানান, গত ৩ জুন সকালে সৈয়দাবাদ গ্রামের বাজারে একটি ভবনের ভেতর ধর্ষণের শিকার হয় একই গ্রামের এক মুক্তিযোদ্ধার নাবালিকা কন্যা। স্থানীয়রা টের পেয়ে তাদের আটকের চেষ্টা করলে ধর্ষক ওই গ্রামের মৃত আবদুল হামিদ মিয়ার ছেলে ৪ সন্তানের জনক রাজমিস্ত্রি ইউছুফ মিয়া ও একই গ্রামের হেলু মিয়ার ছেলে ২ সন্তানের জনক রাজমিস্ত্রি সফিউল্লাহ মিয়া পলিয়ে যান।
এ ঘটনায় ওই দিনই ধর্ষণের শিকার ওই নাবালিকার বাবা মুক্তিযোদ্ধা বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। তখন থেকেই একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে আসছিল বলে জানা যায়। গত শনিবার সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে বিল্লাল মেম্বারের বাড়িতে এ ঘটনায় সালিস বসে। সালিসে দুই ধর্ষককে ক্ষতিপূরণ বাবদ ১ লাখ টাকা এবং থানায় মামলা ওঠানোর জন্য ১ লাখ টাকা জরিমানা করেন। সালিসে নেতৃত্ব দেন বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেন, বিনাউটি ইউপি আওয়ামী লীগ সভাপতি মো.কামাল হোসেন, ২ নং ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন ভূইয়া। এ সময় গ্রামের অন্যন্য সাহেব-সর্দারগণও উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, জরিমানা এবং মামলা তুলে নেওয়ার টাকা আগামী এক সপ্তাহের মধ্যে ইউপি চেয়ারম্যানের কাছে জমা দেয়ার জন্য ধর্ষকদের পরিবারকে নির্দেশ দেন সাহেব সর্দারগন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা বলেন, ‘কোনো ধর্ষণের ঘটনা জানাজানি হলে এবং থানায় অভিযোগ দায়ের করা হলে, স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে তা বিচার বা জরিমানা করার কোনো নিয়ম নেই। আইনি প্রক্রিয়ায়ই এর সমাধান হবে। এ সমস্ত বিষয় স্থানীয়ভাবে বিচার বা জরিমানা করার চেষ্টা করা বেআইনি কাজ।’
এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, উপজেলার সৈয়দাবাদ গ্রামের মুক্তিযোদ্ধার নাবালিকা মেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পেয়েছি। তবে জরিমানা করে সালিসের মাধ্যমে ধর্ষণ ঘটনার নিস্পত্তি করা হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আসামিরা পলাতক থাকায় তাদেরকে ধরা যাচ্ছে না। ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।