বিনোদন ডেস্ক : রণবীর সিংকে সঙ্গত দিতে অর্ধন গ্ন হলেন দেশের জনপ্রিয় মডেল, সোশ্যাল মিডিয়ায় সেই কথাই লিখেছেন এরিকা। ঠিক কী করলেন তিনি। রণবীর সিংকে টেক্কা দিলেন ‘খতরো কে খিলাড়ি ১২’ খ্যাত মডেল, অভিনেত্রী তথা সোশ্যাল ইনফ্লুয়েন্সার Erica Packard।
জাতীয় পুরস্কার জয়ী বডি বিল্ডার তথা বলিউড অভিনেতা Gavin Packard -এর কন্যা তিনি। সম্প্রতি সাহসি ফটোশ্যুট করেছেন এরিকাও। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকে উঁকি দেন জনপ্রিয় এই মডেল। তবে এবার টপলেস ফটোশ্যুট করলেন তিনি। তাঁর পরনে শুধুমাত্র ডেনিমের জিন্স ছিল। হাত দিয়ে লজ্জা নিবারণ করেছেন এরিকা।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই ছবি আপলোড করে মডেল লেখেন, “রণবীর সিংকে সঙ্গত দিচ্ছিল। তবে আমার বামস দেখতে পাবেন না!” হাজার হাজার নেটিজেন এরিকার ওই ছবি লাইক করেছেন। বহু নেটিজেন তাঁর সাহসের প্রশংসা করেছেন। অনেকে তাঁকে নিয়ে ট্রোলও করেছেন। তবে এরিকা কারওকে তোয়াক্কা না করেই বিন্দাস কেতায় ওই ফটোশ্যুট করেছেন
দু’ সপ্তাহ আগে এক আন্তর্জাতিক পত্রিকার জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট সেরেছেন রণবীর সিং। বলিউডের তাবড় অভিনেতার এহেন পদক্ষেপে নড়েচড়ে বসেন অনেকেই। বিতর্কের ঝড় ওঠে গোটা দেশে। এই ঝড়ের রেশ কিন্তু এখনও পর্যন্ত কাটেনি। এখনও চর্চার কেন্দ্রে রণবীর সিং।
অভিনেতার নামে পরপর দু’টি FIR রুজু হয়েছে। যদিও রণবীর নিজের দুনিয়ায় ভালোই আছেন। এরিকা কিন্তু রণবীরকেই টেক্কা দিচ্ছেন!
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.