জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের জন্য সাহায্য চেয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৮ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টে এক পোস্টে তিনি সাহায্যের আবেদন জানান।
তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে আমরা ক্রাউড ফান্ডিং করলেও বিপ্লবে আহত ও শহীদদের জন্য সরাসরি কোনো ফান্ড গঠন করিনি সংগত কারণেই। আমরা আগেও বলেছি সমন্বয়ক পরিচয়ে কেউ যেন টাকা কালেকশন না করে কিংবা আপনারাও শুধু সমন্বয়ক পরিচয়ে কাউকে টাকা না দেন।
হাসনাত বলেন, যারা আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে এ মুহূর্তে অর্থ সহায়তা করতে চান, তারা চেষ্টা করুন সরাসরি পেশেন্টদের কাছেই সহায়তা পৌঁছানোর। বিশ্বাস করুন, তাদের অনেক সহায়তা প্রয়োজন। বিভিন্ন এনজিও লিস্ট করে কাজ করছে, তাদের মাধ্যম ব্যবহার করতে পারেন।
তিনি বলেন, কেউ একান্তই যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কারও সাহায্য চান, তবে ছোট ভাই তারেকের নেতৃত্বে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। তারা সরাসরি পেশেন্টদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে। টাকাটা আপনারা সরাসরি পেশেন্টদের কাছেই পৌঁছে দেবেন।
এ সময় তিনি একাধিক নম্বর যোগ করেন। এগুলোর একটি হলো ডোনারদের যোগাযোগের জন্য হটলাইন নাম্বার : 01303380389. আর যে কোনো জরুরি সহায়তার জন্য হটলাইন নাম্বার 01400728080, 01818279217
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।