জুমবাংলা ডেস্ক : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকালে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।
জানা গেছে, সাহেদের শারীরিক অবস্থা চেকআপের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয় র্যাব।
এর আগে সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের পর সাহেদকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় তাকে নিয়ে তার গোপন আস্তানায় অভিযান চালায় র্যাব। তার আস্তানা থেকে ১ লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, করোনা পরীক্ষার নামে রিজেন্টের সাহেদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। রিজেন্ট হাসপাতালে ১০ হাজার করোনা পরীক্ষার ৬ হাজার ভুয়া রিপোর্ট দেয়ার প্রমাণও পাওয়া গেছে।
বুধবার ভোর ৫টার দিকে সাহেদ করিমকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়। নৌপথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সাহেদ।
গ্রেপ্তার এড়াতে সাহেদ গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। বিভিন্ন স্থান পরিবর্তনের সাথে সাথে র্যাবও গোপন তথ্যের ভিত্তিতে তাকে অনুসরণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।