জুমবাংলা ডেস্ক : সাতকানিয়ায় প্রাইভেটকার এবং পিকআপে করে ইয়াবা পাচারের সময় ২১ হাজার ৬শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গরুরবাজার এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর মাইজদী রতনপুর এলাকার আবুল হাশেমের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ আরমান, ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার আব্দুল সোবহানের ছেলে মো. ওয়াসিম এবং একই থানার সুঙ্গর এলাকার আরশাদ আলীর ছেলে মোশাররফ হোসেন (২৮)।
সাতকানিয়া থানার পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া গরুরবাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সামনের বক্সে রাখা প্রাণ দুধের প্যাকেটে ৪২শ পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অপরাধে ওয়াসিম ও মোশাররফ নামে দুজনকে গ্রেফতার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
একই দিন ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে একটি নম্বরবিহীন পিকআপের টায়ারের ভেতর পানির পাইপে ভরে লুকিয়ে রাখা ১৭ হাজার ৪শ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া ইয়াবা পাচারে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শনিবার ভোরে পৃথক দুটি অভিযানে ২১ হাজার ৬শ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।