নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন এবং বর্তমান ছাত্রীদের নিয়ে গঠিত ফেসবুক ভিত্তিক গ্রুপ সিইউ ল’ লেডিস প্লাটফর্মের ভার্চুয়াল ‘ঈদ পুনর্মিলন’ গতকাল (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশে এবং বিদেশে আইন ও শিক্ষকতাসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন ছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বর্তমান অধ্যয়নরত ছাত্রীরাও যোগ দেন।
দীর্ঘদিন পর একসাথে গান-গল্প-আড্ডায় মেতে উঠেন বিভাগের পুরনো ছাত্রীরা। ভার্চুয়াল ‘ঈদ পুনর্মিলন’ অনুষ্ঠান মুহূর্তেই বিশ্ববিদ্যালয়ের ঝুপড়ির আড্ডায় পরিণত হয়। পুরনো দিনের কথা বলতে গিয়ে এসময় আবেগময় হয়ে পড়েন অনেকেই। কর্মজীবনের অভিজ্ঞতাও শেয়ার করেন কেউ কেউ। আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে অনলাইন নাচ, টিকটক এবং আবৃত্তি।
পুরনো ছাত্রীদের বিভিন্ন পেশায় সফল দেখে বর্তমান ছাত্রীরাও আনন্দে উদ্বেলিত হয়। প্লাটফর্মের সকলকাজে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
গ্রুপটির প্রাক্তন ছাত্রী যারা বর্তমানে আইন অনুষদের শিক্ষক হিসাবে কর্মরত আছেন তারাও গ্রুপের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৫তম ব্যাচের ছাত্রী তাশরিফা জলির দীর্ঘ স্বপ্নের বাস্তবায়ন হিসেবে মাত্র ৩ মাস আগে গ্রুপটি ওপেন করা হয়। ১ম ব্যাচ থেকে ২৮ তম ব্যাচের সবার সক্রিয় প্রচেষ্টায় ৫২০ জন সদস্যের গ্রুপ এখন ‘CU LAW LADIES PLATFORM’।
তাশরিফা জলি গ্রুপের এডমিন হয়ে গ্রুপটিকে তার পরম মমতায় সাজিয়ে নিয়েছেন।
গ্রুপটি পরিচালনার জন্য ছোটদের প্রয়োজন এবং বড়দের মানসিক প্রশান্তির কথা বিবেচনা করে সপ্তাহের সাত দিনকে ‘প্রশান্তি বার‘, ‘ক্যরিয়ার গাইডলাইন বার’, ‘উদ্দোক্তা বার’, ‘ছবিবার’, ‘পরিচিতি ও ঘোষণা বার’, ‘অন্দরমহলের গল্প বার’, এবং ‘ইচ্ছেঘুড়ির মজার বার’, নামে সংজ্ঞায়িত করা হয়েছে।
গ্রুপটি পরিচালনার জন্য রয়েছে রিসোর্স পার্সন, এডভাইজরি বোর্ড, সিনিয়র মডারেটরস এবং জুনিয়র মডারেটরস।
এছাড়া ভবিষ্যতে আরও বিভিন্ন বাস্তবসম্মত কাজ করার স্বপ্ন রয়েছে বলে জানান গ্রুপটির এডমিন এডভোকেট তাশরিফা জলি।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা শুরু করতে চলেছি ‘আস্থা’ নামের কাউন্সেলর সেন্টার যেখানে প্লাটফর্মের সদস্যরা জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে দিকনির্দেশনা এবং মানসিক সাপোর্ট পাবেন। এমনকি পারিবারিকভাবে জীবনসঙ্গী বাছাই করতেও ‘আস্থা’ সাহায্য করবে।
গ্রুপটির সদস্য সরকারের উপসচিব মাসুমা জামান শারমীন জুমবাংলাকে বলেন, ‘নতুন এই প্লাটফর্মটি বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে, যা মানসিক সাপোর্টসহ অন্য যে কোনও প্রয়োজনে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।