জুমবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক করে বিএনপি। আগামী রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় দলটির ৩ সদস্য একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে সাক্ষাৎ করবেন।
বিএনপির মিডিয়া সেলে সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়,বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি তরে থাকছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বেগম সেলিমা রহমান।
জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপি নেতারা কথা বলবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপি’র একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।