জুমবাংলা ডেস্ক : শারীরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য করোনায় আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে।
রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিএমএইচের পথে যাত্রা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরউদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম।
জানা গেছে, কামরানের সঙ্গে আছেন তার বড় ছেলে আরমান আহমদ শিপলু, ছোট ভাই এনাম আহমদ এবং সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের একজন চিকিৎসক।
এর আগে রোববার বিকেলে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।
গত শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কামরানের করোনা শনাক্ত হয়। পরদিন শনিবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি।
উল্লেখ্য, বদরউদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি টানা প্রায় ২০ বছর সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।