সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল

মির্জা ফখরুলজুমবাংলা ডেস্ক: চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তার স্ত্রী দেশে ফেরেন বলে জানান বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) মির্জা ফখরুল চিকিৎসা নেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে কারামুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। গত বছর রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি। সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি মির্জা ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।

গত ৮ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এক মাস কারাবাসের পর জামিনে তিনি মুক্তি পান। এরপর গত ১৫ জানুয়ারি তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, দুইদিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন।