বিনোদন ডেস্ক : গোদের উপর যেন বিষফোঁড়া। একেই বিশ্বজুড়ে করোনা আবহ, উপরন্তু লকডাউনে দেশের বাইরে দীর্ঘকাল। যদিও পরিবারের সঙ্গেই রয়েছেন। তবুও কলকাতা ছেড়ে প্রায় তিন মাস সিঙ্গাপুরে আটকে। আর সেখানেই সাইকেল চালাতে গিয়ে ডান হাতের কবজিতে বেকায়দায় মোচড় লেগেছে ঋতুপর্ণা সেনগুপ্তর।
লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালান ঋতু। নিজেকে ফিট রাখতে গিয়েই এই অঘটনের শিকার হয়েছেন।
ঋতুপর্ণা জানান, চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউটার্ন নিতে গিয়ে সামলাতে না পেরে বেকায়দায় পড়ে যান তিনি। এই সময় ডান হাতের কবজিতে ভীষণ আঘাত পান। অবশ হয়ে যায় হাত ও আঙুল।
দুর্ঘটনার পরই চিকিৎসকের কাছে গিয়েছিলেন ঋতুপর্ণা। চিকিৎসক জানিয়েছেন, আঘাতটা একটু বেশিই লেগেছে; তবে হাড়ে কোনো চিড় ধরেনি।
লকডাউনের কারণে কলকাতায় আপাতত কাজ না থাকায় সিঙ্গাপুরে বসেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। সেখানে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট নিয়ে বেশ ব্যস্তই রয়েছেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


