রাকিব হাসান: সিঙ্গাপুরের চেয়েও বাংলাদেশের দ্রুত উন্নতির সম্ভাবনা আছে। কারণ তরুণরা শুরুতেই এমন কিছু প্রযুক্তিগত সুবিধা পাচ্ছে যেগুলো বিশ্বের অনেক দেশ পায়নি। একাত্তরকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি উদ্যোক্তা কামরুল মিনা জানান, বড় কোম্পানিগুলোর উচিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া, যেন পাস করেই তারা স্মার্ট বাংলাদেশ তৈরিতে নেমে পড়তে পারে।
স্বল্প সময়ের বাংলাদেশ সফর; তারমধ্যেও দেশের অগ্রগামী প্রযুক্তির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছেন টেক্সাসের বাংলাদেশি উদ্যোক্তা কামরুল মিনা। একাত্তরকে জানান, আগামী দিনের বিশ্ব হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। সেখানে বাংলাদেশের তরুণদের রয়েছে অপার সম্ভাবনা।
প্রোগ্রাম সিস্টেমসের কো-ফাউন্ডার ও সিইও কামরুল মিনা বলেন, কঠিন সাবজেক্ট, যারা কম্পিউটারে পড়েন, বিশেষ করে যারা বেশি ভালো তারা এটা করতে পারবেন। পৃথিবীজুড়ে এআই ট্যালেন্টের অভাব রয়েছে। যেটায় অভাব এবং যেটা নতুন, সেটাতেই যেতে হয়। আমার মনে হয় বাংলাদেশ এটা করবে। আমরাও চাচ্ছি এভাবে করবো।
বিশ্বব্যাপী বাড়ছে চিপ ডিজাইনের বাজার। সেই চিপ ডিজাইনের এক শতাংশই করছে বাংলাদেশিরা। বাংলাদেশি তরুণরা সঠিক প্রশিক্ষণ পেলে চিপ ডিজাইনে নেতৃত্ব দেবে বলে মনে করেন, এই উদ্যোক্তা।
তিনি আরও বলেন, আমার মনে হয় চিপ ডিজাইনে সম্ভাবনা আরও বেশি। চিপ ডিজাইনে একটু বেশি বিনিয়োগ লাগে কিন্তু বাংলাদেশিরা স্বাভাবিকভাবে চিপ ডিজাইনে ভালো। সফটওয়্যারে কিছু সব দেশ পারে না। যেমন আমেরিকা সবচেয়ে ভালো। জাপান যেমন পারে না। ক্রিয়েটিভ হতে হয়। বাংলাদেশিদের কাছে সময় আছে সেজন্য একটা প্রতিযোগিতা হবে।
তবে স্মার্ট বাংলাদেশের যুগান্তকারী ভিশনে ভালো করতে হলে দায়িত্ব নিতে হবে ইন্ডাস্ট্রিকে; গড়ে তুলতে হবে তরুণদের।
এই উদ্যোক্তা বলেন, কোম্পানি মালিকদের দায়িত্ব, সামাজিকভাবে এবং নিজেদের জন্যও যে, আমরা নিয়ে নিয়ে প্রশিক্ষণ দেবো। বিদেশে এভাবে প্রশিক্ষণ দেয়। এভাবেই সবাই প্রশিক্ষিত হয়। এখানেও এটা করা উচিত। এক হাজার কোম্পানি যদি ৩০ জনকেও নেয় তাহলে বিশাল একটা অংশ হলো। যারা শিখবে তারা পরে অন্যকে শেখাতে পারে। আমাদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে।
দেশের শিক্ষা কারিকুলামে কম্পিউটার বিজ্ঞানকে গুরুত্ব দেবার তাগিদ দেন এই উদ্যোক্তা। সূত্র : একাত্তর টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।