জুমবাংলা ডেস্ক : জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র ২৩তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলের গ্রান্ড বলরুমে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম, সিজেএফবির সভাপতি এনাম সরকার, সাধারণ সম্পাদক এমএস রানা ও কনভেনর তামিম হাসান। উপস্থাপনা করেন অভিনেতা এফ এস নাঈম ও শান্তা জাহান।
প্রতিবারের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সঙ্গীত-চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বছর সেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে ইটিভ-সিজেএফবি সন্মাননা। থাকবে দেশ সেরা তারকাদের পারফরমেন্স।
সিজেএফবি’র বিগত ২২ বছরে একুশে টিভি টানা ৭ বছর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল। এবারই প্রথমবার টাইটেল স্পন্সর হয়ে সিজেএফবি’র সঙ্গে যাত্রা শুরু করল একুশে টেলিভিশন। এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ইটিভি’র চেয়ারম্যান আবদুস সালাম এবং সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।
উল্লেখ্য, দেশের জাতীয় দৈনিকের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে গঠিত হয়-কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। সংগঠনের ২৫ বছরে এটি সিজেএফবি’র ২৩তম পুরস্কার বিতরণী আসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।