স্পোর্টস ডেস্ক: রোববার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে টেবিলের শীর্ষে থাকা দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুর। এক পয়েন্টে পিছিয়ে থাকা লিভারপুল এই ম্যাচে জিতলেও শিরোপা জয় নিশ্চিত এ কথা বলার কোন সুযোগ নেই বলেই বিশ্বাস করেন রেডস বস জার্গেন ক্লপ। এই মুহূর্তে শুধুমাত্র সিটি নয়, বাকি থাকা সবগুলো ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে শিষ্যদের মাঠে নামার আহবান জানিয়েছেন ক্লপ।
ম্যানচেস্টারের ম্যাচটিকে অনেকেই শিরোপা নির্ধারনী ম্যাচ হিসেবে বিবেচনা করে ফেলেছেন। এই ম্যাচে জিততে পারলে সিটি চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে। তাদের হাতে থাকবে সাতটি ম্যাচ। লিভারপুলও অবশ্য সিটিকে ছাড়িয়ে যাবার জোড় প্রস্তুতি নিয়েই মাঠে নামবে। এ সম্পর্কে ক্লপ বলেছেন, ‘সিটির বিপক্ষে জিততে পারলে সেটা বাড়তি পাওনা হবে। যদিও কাজটা বেশ কঠিন। সবাই জানে এই ম্যাচটির গুরুত্ব কতটুকু। কিন্তু এই ম্যাচের পরেও আমাদের হাতে আরো কয়েকটি ম্যাচ থাকবে। আমি মনে করি প্রিমিয়ার লিগে বাকি থাকা সবগুলো ম্যাচই এখন সমান গুরুত্বপূর্ণ।’
এদিকে সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাও বিশ্বাস করেন রোববারের ফলাফলের বাইরেও আরো অনেক ম্যাচ আছে যেগুলোকে সমান গুরুত্ব দিতে হবে। এ সম্পর্কে বেলজিয়ান এই তারকা বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে প্রতিটি ম্যাচে জয়ী হওয়া ও এর মাধ্যমে শিরোপা জয়ই মূল লক্ষ্য হওয়া উচিত। যদিও এটা নিশ্চিত করতে হলে বড় ম্যাচগুলোতে জয় তুলে নেয়া জরুরী। কিন্তু জয়, পরাজয় কিংবা ড্র যাই হোক না কেন, তারপরেও আরো কিছু ম্যাচ বাকি রয়ে যাবে। যে ম্যাচগুলোর দিকেও সকলের নজড় দিতে হবে।’ সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।