বিনোদন ডেস্ক : সিডনি চলচ্চিত্র উৎসবের এবারের আসরে বিচারকের আসনে থাকছেন বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত মঙ্গলবার উৎসব কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনিতে এই চলচ্চিত্র উৎসব চলবে।
Advertisement
উৎসবের ৫ জন বিচারকের মধ্যে বাংলাদেশি লেখক, পরিচালক ও প্রযোজক মোস্তফা সরয়ার ফারুকী ছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ার অভিনেতা ও পরিচালক ডেভিড ওয়েনহাম, লেখক ও পরিচালক ফেনিফার পিদম, তুরস্কের পরিচালক ও প্রযোজক সেমিহ কাপলাংলু এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইয়োকা সাকানো।
মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ম্যানস ল্যান্ড’ সিনেমাটি এই উৎসবে প্রদর্শিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


