প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন–৩’ শুধু স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়। মুক্তির সময় প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুল আজিজ এটিকে তাঁদের ব্যবসায়িক কৌশল বলেছিলেন। তখন এ–ও বলা হয়েছিল, মাল্টিপ্লেক্সে ছবিটি ভালো ব্যবসা করলে পরবর্তী সময়ে আরও বড় পরিসরে ছবিটি মুক্তি পাবে। কিন্তু ছবি মুক্তির ১২ দিনের মাথায় জানা গেল, ‘জ্বীন–৩’ ছবিটি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে নিয়েছে। দেশের অন্য কোনো প্রেক্ষাগৃহেও চলছে না ছবিটি।
এদিকে ঈদের ‘জ্বীন–৩’ ছবির প্রযোজক আবদুল আজিজ জানিয়েছিলেন, সিনেমা হলের সংকটের মধ্যে সাতটির মতো সিঙ্গেল স্ক্রিনে ‘জ্বীন–৩’ মুক্তি দিতে পারলেও ছোট পরিসরে এসব সিঙ্গেল স্ক্রিনে যেতে চান না। জাজ মাল্টিমিডিয়া তাদের প্রযোজিত সিনেমা এর আগে একাধিক সিনেমা হলে মুক্তি দিলেও এবার ‘জ্বীন-৩’ শুধুই মাল্টিপ্লেক্সে মুক্তি পায়। এতে সিনেমাটির ব্যবসায়িক কোনো ক্ষতি হবে না। এই প্রযোজক তখন বলেছিলেন, ‘হাতে গোনা কয়েকটি সিঙ্গেল হলে আমরা সিনেমাটি মুক্তি দিতে চাইছি না। সিঙ্গেল হলে আমরা পারলে ঈদের পর বড় পরিসরে ঢুকব। না হলে ঢুকব না। এতে আমাদের ব্যবসায়িক কোনো সমস্যা হবে না।’
‘জ্বীন–৩’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল ও নুসরাত ফারিয়া। ছবি মুক্তির আগে এর একটি গান বেশ সাড়া ফেলে। ‘কন্যা’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম, গানটি গেয়েছেন কনা ও ইমরান।
এদিকে স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, মুক্তির পর থেকে ‘জ্বিন–৩’ ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা পাচ্ছিল না। তারপরও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দুই সপ্তাহ দেখতে চেয়েছিলেন। কিন্তু তাতেও দর্শকের কোনো সাড়া মেলেনি। দর্শকের আগ্রহ কম থাকায় ছবিটি নামিয়ে ফেলতে হয় তাদের।
‘জ্বীন–৩’ ছবিটি নামিয়ে ঈদে মুক্তি পাওয়া অন্য ছবির প্রদর্শনী বাড়িয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্সে এখন সবচেয়ে বেশি প্রদর্শনী চলছে মেহেদি হাসানের ‘বরবাদ’ ছবির। এরপর আছে যথাক্রমে শিহাব শাহীনের ‘দাগি’, এম রাহিমের ‘জংলি’ ও শরাফ আহমেদের ‘চক্কর’।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel