বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সবদিক দিয়েই আছেন প্রথম কাতারে রয়েছেন। তার পারিশ্রমিক নিয়েও শোবিজ পাড়ায় ধোঁয়াশা দীর্ঘদিনের। গুঞ্জন আছে, অন্যদের চেয়ে বেশি পারিশ্রমিক নেন এই তারকা।
এদিকে, সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান চিত্রনায়ক শাকিব খানের ‘কম বাজেটে ১০০ সিনেমার সমালোচনা’র জবাবে বলেছেন, ‘শাকিব বর্তমানে যে ‘গলুই’ সিনেমার শুটিং করছেন, সেটার বাজেট মাত্র ৬০ লাখ টাকা। উনি যদি সুপারস্টারই হন, তাহলে ৬০ লাখ টাকা বাজেটের সিনেমা উনি কেন করছেন?’
শুধু তাই নয়, ইঙ্গিতে শাকিবের ক্যারিয়ার নিয়েও শঙ্কা প্রকাশ করেন সেলিম খান। তবে এবার জানা গেল, ‘গলুই’র প্রযোজক খোরশেদুল আলম খসরু বড় অংকের টাকাই ঢালছেন। এ কারণে ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকার সরকারি অনুদানের সিনেমা হলেও শাকিব একাই পাচ্ছেন ৪০ লাখ টাকা।
বিষয়টি নিয়ে খোরশেদ আলম খসরু বলেন, ‘এখানে পারিশ্রমিকের ব্যাপারটাই সব না। সম্পর্কই অনেক বড় বিষয়। আমরা সবাই চাই কাজটি যাতে সুন্দর হয়। আর সে ভাবনা থেকেই ছবির কাজ চলছে। ছবিতে শাকিবকে আমরা ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছি।’
এর আগে, খসরু বলেছিলেন, ‘অনুদানের ছবি মানেই যে, স্বল্প পরিসরে কাজ শেষ করা- সে ধারণাটা ভাঙতে চাই। অনুদানের সিনেমা বলতে এতদিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করবো। ‘গলুই’ বেশ বড় বাজেটের সিনেমা হবে। অনুদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’
জানা যায়, গত সপ্তাহ থেকে জামালপুর ও বগুড়ার কিছু অংশে ছবিটির কাজ শুরু হয়েছে। বর্তমানে তারা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় সিনেমার শুটিং করছেন।
সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক। এতে শাকিব খান একজন ঢুলি। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। আরও আছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কনাসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।