‘সিনেমার’ মতো অদৃশ্য হওয়ার জ্যাকেট আবিষ্কার, এড়ানো যাবে সিসি ক্যামেরাও

জ্যাকেট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ক্যামেরার নজর ফাঁকি দিতে অদৃশ্য হওয়ার জ্যাকেট আবিষ্কার করার দাবি করেছে চীনের একদল গবেষক। গবেষক দলটি বলছে, তাদের আবিষ্কৃত ওই কোট পরলে ‘অদৃশ্য’ হওয়া যাবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট’র।

গবেষকরা বলছেন, এটি আসলে একটি কোট। তবে আর পাঁচটা সাধারণ কোটের চেয়ে এটিকে আলাদাভাবে চিহ্নিত করা যাবে না বলে দাবি করেছেন গবেষকরা। এটাই নাকি এই কোটের বিশেষত্ব।

গবেষক দলের দাবি, এই কোট পরলেই হ্যারি পটারের মতো অদৃশ্য হওয়া যাবে। এমনকি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সযুক্ত সিকিউরিটি ক্যামেরাতেও ধরা পড়বেন না ‘অদৃশ্য’ ব্যক্তি।

জ্যাকেট
ছবি-সংগৃহীত

নতুন আবিষ্কৃত এই পোশাকের নাম দেয়া হয়েছে ‘ইনভিসডিফেন্স’। যা ক্যামেরার নজরকেও অনায়াসে ধোঁকা দিতে পারবে। তবে এই ধরনের অদৃশ্য হওয়ার পোশাক ব্যবহারে সরকার ছাড় দেবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই কোট পরলে দিনের বেলায় অনায়াসে অদৃশ্য হওয়া যাবে। আবার রাতেও ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করা যাবে। এই পোশাকের দামও খুব একটা বেশি হবে না বলে দাবি করেছেন গবেষকরা।

গবেষকরা বলছেন, এই ধরনের পোশাক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত উপযোগী। শত্রুপক্ষের নজর থেকে বাঁচতে এই পোশাক কার্যকরী হয়ে উঠতে পারে বলেও দাবি করেছেন তারা। তবে সেক্ষেত্রে এই পোশাকের প্রযুক্তির আরও উন্নতি করতে হবে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

বাদুড়ের মতো দেহ, পানির নিচে আজব যে প্রাণী ধরা পড়ল বিজ্ঞানীদের ক্যামেরায়?