স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠায় জ্যামাইকা তালাহওয়াসের ব্যাটসম্যান আসিফ আলীর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
গেল মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বোলার কিমো পলের দিকে আসিফ তেড়ে গিয়েছিলেন। গায়ানার বিপক্ষে ১০৯ রান তাড়া করতে নেমে ১৮ তম ওভারে কিমো পলের শিকার হয়েছিলেন তিনি।
মাত্র ৩ রানে গায়ানার অধিনায়ক ক্রিস গ্রিনের হাতে ধরা পড়েছিলেন আসিফ। আউট হয়ে কিমোর দিকে ব্যাট নিয়ে তেড়ে যেতে দেখা যায় এই পাকিস্তানি ব্যাটসম্যানকে।
এই ব্যাপারটিই ভালো লাগেনি সিপিএল কর্তৃপক্ষের। তার বিরুদ্ধে সিপিএলের বিধির ২.১৮ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আসিফ নিজের দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
চলতি বছর সিপিএলে অভিষেকে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে জ্যামাইকাকে বড় জয় এনে দিয়েছেন সেন্ট লুসিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।