লাইফস্টাইল ডেস্ক: সব দেশেই মোবাইলের সিম কার্ডগুলো আয়তাকার হয়ে থাকে। ভাবছেন কেন হঠাৎ আয়তাকার সিমের কথা আপনাদের জানাচ্ছি। আচ্ছা আয়তাকার সিমের দিকে কখনও কি ভালো করে লক্ষ্য করে দেখেছেন?
একটু খেয়াল করলেই দেখবেন, আয়তকার সিমের এক পাশ কাটা থাকে। কিন্তু কেন এমন প্রশ্ন কি কখনও উঁকি দিয়েছে আপনার মনে?
তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে মোবাইল ফোন ব্যবহার করেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া বেশ কষ্টের। কেননা প্রত্যেকটি মানুষই এখন ব্যবহার করছে মোবাইল ফোন এবং গ্রহণ করছে প্রযুক্তির স্বাদ। আর তাই এই অতি প্রয়োজনীয় ডিভাইসটির ভেতরে যে সিম কার্ড থাকে সেটিকে সবাই এখন চিনে।
তবে প্রশ্ন হলো কেন সিম কার্ডের একপাশ কাটা থাকতে হবে? আপনি জানলে অবাক হবেন প্রথমদিকে কিন্তু সিম কার্ডের একপাশ নয়, কোনো পাশেই কাটা ছিল না। কিন্তু এতে সমস্যা হতে শুরু হয় গ্রাহকদের।
সিমটিকে মোবাইল ডিভাইসে আটকানো যেমন কষ্টসাধ্য হয়ে পড়ে। কারণ সিমের উল্টো পাশ আর সোজা পাশ বুঝতে এক্ষেত্রে বেশ অসুবিধা বোধ শুরু করে গ্রাহকরা।
এ কারণে মোবাইল নেটওয়ার্কিংয়ের সমস্যাতো হতোই সঙ্গে নষ্ট হয়ে যেত সিমের চিপও। এই সমস্যা সমাধানের জন্যই টেলিকম কোম্পানিগুলো সিমের আকার পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
তখন কোম্পানিগুলো আকার পরিবর্তন করার সময় সিম কার্ডের একপাশ কেটে ফেলে। এতে মোবাইল ফোনে সিম কার্ড ঢোকানো এবং বের করা সহজ হয়। সিম ব্যবহার আরও সহজ করতে মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও সিমের মতো একই আকার রাখার সিদ্ধান্ত নেয়। আর তারপর থেকেই সিমকার্ডের সব সিমের একপাশ কাটা থাকতে শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।