দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে এসেছে ছোট্ট মোবাইল ফোন। আর এই মোবাইল ফোনের প্রাণ হল সিম কার্ড। হয়তো এবার সিম কার্ডের যুগ শেষ হতে চলেছে। এখন থেকে সব ধরনের ফোন কল করা যাবে সিম ছাড়াই। চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো তাদের নতুন মডেলের ফোনে এ প্রযুক্তি নিয়ে এসেছে।
vivo x100 ultra স্মার্টফোনের সবথেকে দুর্দান্ত বৈশিষ্ট্য হচ্ছে তার স্যাটেলাইট কানেকশন ফিচার। তাছাড়া ক্যামেরা ও ফোনের পারফরম্যান্সের দিক থেকে এটি চমক দেখাতে প্রস্তুত। 6.78 ইঞ্চের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে এমন প্যানেল।
এই ফোনে পানি এবং ধুলো যেন প্রতিরোধ করা যায় তার ফিচার দেওয়া হয়েছে। ১২ বা ১৬ জিবি র্যামের ভ্যারিয়েন্ট পাওয়া যাবে বাজারে। ইন্টার্নাল স্টোরেজ এক টেরাবাইট পর্যন্ত ব্যবহার করার সুযোগ রয়েছে। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন চিপসেট দিয়ে স্মার্টফোনটি সজ্জিত।
সুপার স্পিডে ফোনটি পরিচালনা করার জন্য শক্তিশালী চিপসেট একটা দেওয়া হয়েছে। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। হাই সিকিউরিটি ফিচার উপভোগ করার সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে।
android এর ১৪ তম ভার্সন এখানে ইন্সটল করা থাকবে। ফোনের ট্রিপল ক্যামেরা সবথেকে দুর্দান্ত। ২০০ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার ফিচার তো থাকছেই। এটি আপনাকে ছবি তোলার নতুন অনুভূতি প্রদান করবে।
৫৫০০ মেগাহার্জের ব্যাটারি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফোনের চার্জ নিয়ে আপনাকে দিনে একবারের বেশি ভাবতে হবে না। স্যাটেলাইট কানেকশনের ফিচার থাকা স্মার্টফোনটি আপনি বিভিন্ন রং এর ভেরিয়েন্ট অনুযায়ী বাজার থেকে সহজে ক্রয় করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।