‘জংলি’ সিনেমার নতুন লুকের পর এবার মুক্তি পেলো সিনেমাটির প্রথম গান ‘জনম জনম’। রোমান্টিক ঘরানার এ গানে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জুটি গড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
বুধবার টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। গানের দৃশ্যে সিয়াম-দিঘির অসাধারণ রসায়ন এরইমধ্যে মন জয় করতে শুরু করেছে ভক্তদের।
এই গানের মাধ্যমে নায়ক সিয়াম আহমেদকে অনেক অনেকদিন পর সেই চকলেট হিরো হিসেবে পাওয়া গেল। পাশাপাশি সিয়াম-দীঘির ক্যামিস্ট্রি দারুণ ছিল। ভার্সিটিপড়ুয়া লুকে দুজনকে বেশ ভালো মানিয়েছে বলেও মন্তব্য সিনে বোদ্ধাদের।
‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা। এ গানের মাধ্যমে প্রথমবার সিনেমায় প্লেব্যাক করেন তাহসান ও আতিয়া। গানের সংগীতায়োজনে ছিলেন শিল্পী ও সংগীতায়োজক ইমরান মাহমুদুল।
জানা যায়, ‘জনম জনম’ গান ছাড়া এ সিনেমায় আরও তিনটি গানের সুর ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করবেন প্রিন্স মাহমুদ। ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন।
সিনেমাটির নির্মাণশৈলীর দায়িত্বে রয়েছেন নির্মাতা এম রাহিম। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে পেৃক্ষাগৃহে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।