স্পোর্টস ডেস্ক: রাফায়েল লিয়াওর একমাত্র গোলে সাম্পদোরিয়াকে পরাজিত করে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে টপকে সিরি-এ টেবিলের শীর্ষে উঠে এসেছে এসি মিলান।
সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৮ মিনিটে গোলরক্ষক মাইক মেইগনানের একটি লম্বা কিক থেকে বল নিয়ন্ত্রনে নিয়ে রাফায়েল সাম্পদোরিয়ার পোলিশ ডিফেন্ডার বারটোজ বেরেসজিনিস্কিকে পাশ কাটিয়ে বল জালে জড়ালে এগিয়ে যায় মিলান। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ঐ এক গোলেই মিলানের জয় নিশ্চিত হয়।
শনিবার নেপলসে শিরোপা প্রত্যাশী নাপোলির সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার। যে কারনে কালেকের জয়ে স্টিফানো পিউলির দল জয় ছিনিয়ে নিয়ে ইন্টারকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষস্থানটি দখল করে নিয়েছে। এর আগে গত সপ্তাহে মিলান ডার্বিতে ফরাসি তারকা অলিভার গিরুদের জোড়া গোলে ২-১ গোলের জয় তুলে নিয়েছিল এসি মিলান। এছাড়া বুধবার ল্যাজিওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইতালিয়ান কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে মিলান। শেষ চারে তাদের প্রতিপক্ষ প্রতিবেশী ইন্টার।
কাল ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে মিলানের মিডফিল্ডার সান্দ্রো টোনালি বলেছেন, ‘এটা আমাদের জন্য দারুন একটি সপ্তাহ ছিল। এর থেকে ভাল কিছু করা মনে হয় সম্ভব নয়। আমরা সত্যিই নিজেদের নিয়ে গর্বিত। কিন্তু শেষ তিনটি ম্যাচের পর সবকিছু নিয়ে সন্তুষ্ট হয়ে বসে থাকলে চলবে না, পরিশ্রম করে যেতে হবে।’
ইতালিয়ান লিগের শীর্ষ তিন অবস্থানের মধ্যে মাত্র দুই পয়েন্টের ব্যবধান রয়েছে। তৃতীয় স্থানে থাকা নাপোলি এক পয়েন্ট পিছিয়ে থাকলেও ইন্টারের হাতে একটি ম্যাচ বেশী রয়েছে। সব মিলিয়ে এবারের লিগের শিরোপা দৌঁড়ে এই দিন দলের ওপরই প্রত্যাশার পারদটা দিন দিন বেড়েই চলেছে।
সাম্পদোরিয়ার বিপক্ষে কাল মিলানকে খুব কমই বিপদে পড়তে হয়েছে। গত ছয় ম্যাচে পঞ্চম পরাজয়ে সাম্পদোরিয়া এখন রেলিগেশন জোনের ঝুঁকিতে পড়েছে। শেষ তিনের অবস্থান থেকে মার্কো গিমপাওলোর দল এখন মাত্র তিন পয়েন্ট দুরে রয়েছে। বর্তমানে ১৭তম স্থানে থাকা নতুন দল কালিয়ারির তাদেরকে ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে দুই ম্যাচে চার গোল করা গিরুদ দ্বিতীয়ার্ধে সাম্পদোরিয়ার গোলরক্ষক ভøাদিমিরো ফ্যালকনের দুর্দান্ত দুটি সেভে হতাশ হয়েছে। এর মধ্যে প্রথমটি ছিল বাইসাইকেল কিক। ৬০ মিনিটে ফরাসি এই তারকার করা এ্যাক্রোবেটিক কিকটি কোনমতে রক্ষা করেন ফ্যালকন। ১৪ মিনিট পর পোস্টের খুব কাছে থেকে গিরুদের হেড কর্ণারের মাধ্যমে রক্ষা করেন ফ্যালকন। ম্যাচ শেষ হবার আট মিনিট আগে আন্তে রেবিচের শট রুখে দেন ফ্যালকন। কিন্তু ফিরতি বলে তা জালে জড়াতে ব্যর্থ হন টোনালি ও ফ্র্যাংক কেসি।
দিনের শেষ ম্যাচে আটালন্টার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস। এর মাধ্যেমে আটালান্টাকে দুই পয়েন্টর ব্যবধানে পিছনে ফেলে টেবিলের চতুর্থ স্থান ধরে রেখেছে তুরিনের জায়ান্টরা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।