আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সরকার বলেছে, অধিকৃত গোলান মালভূমির কাছে কুনেইত্রা শহরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। গত ১৫ দিনের মধ্যে এ নিয়ে ইসরাইল সিরিয়ার ওপর দ্বিতীয়বারের মতো হামলা চালালো। খবর পার্সটুডে’র।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার কুনেইত্রা শহরের হাদের এলাকার কয়েকটি জায়গায় ইসরাইল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সেখানে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
এর আগে গত ২৭ এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সিরিয়ার চার সেনা নিহত ও তিনজন আহত হন। সে সময় সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছিল, গ্যালিলি সাগরের উপকূল থেকে ইসরাইলি জঙ্গিবিমান এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।
গ্যালিলি সাগরের ওই উপকূলীয় এলাকা সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে অনেকটা কাছেই। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়।#
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।