আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং সেখানে তার সঙ্গে আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে আরব কোন দেশে এটি তার প্রথম সরকারি সফর। ইউএই’র রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ বৈঠক হচ্ছে সিরিয়া ও ইউএই’র মধ্যে উষ্ণ সম্পর্কের সর্বশেষ ইঙ্গিত। ২০১২ সালের ফেব্রুয়ারিতে দামেস্কর সাথে ইউএই’র সম্পর্ক ভেঙ্গে যায়।
ডব্লিউএএম বার্তা সংস্থা জানায়, আসাদ ইউএই’র কার্যত: শাসক আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে সাক্ষাত করে এই দুই দেশের মধ্যে ‘ভ্রাতৃপ্রতিম সম্পর্ক’ গড়া নিয়ে আলোচনা করেন।
ওই বার্তা সংস্থা আরো জানায়, তারা আরব অঞ্চল ও মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি জোরদারে অবদান রাখতে বিভিন্ন প্রচেষ্টা চালানো নিয়েও আলোচনা করেন।
ডব্লিউএএম জানায়, শেখ মোহাম্মাদ বলেন, তিনি আশা করেন এই সফর সিরিয়া ও পুরো অঞ্চলে ন্যায়নিষ্ঠতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার উপায় খুঁজে বের করে দেবে।
সংস্থাটি জানায়, এই দুই নেতা সিরিয়ার ভূখ-গত অখ-তা রক্ষার এবং দেশটি থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করেন।
এ সময় সিরিয়ার জন্য রাজনৈতিক ও মানবিক সহযোগিতা প্রদান বিষয়ে আলোচনা হয়।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, বৈঠক দুই দেশের মধ্যে ‘সহযোগিতা জোরদারে ’ সহায়ক।
সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশ করা বিভিন্ন ফটোগ্রাফিতে এক দিনের সফর চলাকালে আসাদকে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল-মাকতুমের সাথে বৈঠক করতে দেখা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।