আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাসাম সাবাক বলেছেন, তার দেশের মানবিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হলে দামেস্কের ওপর থেকে জরুরিভিত্তিতে আমেরিকার আরোপ করা একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। খবর পার্সটুডে’র।
গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া বিষয়ক বিশেষ অধিবেশনে বাসাম সাবাক একথা বলেন। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্রদেশগুলোর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
বাসাম সাবাক বলেন, সিরিয়ার জনগণের মানবিক পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করে, আবার তারাই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এটি তাদের দাবির সঙ্গে সাংঘর্ষিক। পশ্চিমা একতরফা নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার জনগণের ভোগান্তি বাড়ছে।
সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বলেন, মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার কারণে দেশে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে এবং চিকিৎসা সামগ্রী ও মৌলিক সেবার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, এমনকি মানবিক ত্রাণ সরবরাহও বাধাগ্রস্ত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।