জুমবাংলা ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে নতুন করে অভিযান শুরু করেছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। রাশিয়ার সহায়তায় ইতোমধ্যেই শহরটিতে অগ্রসর হয়েছে আসাদ বাহিনী। এই যুদ্ধ-সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যেই নিজ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন ওই এলাকার ১০ হাজারেরও বেশি মানুষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইদলিবে যুদ্ধের ভয়াবহতায় তুর্কি সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে স্থানীয়রা।
ইদলিবের স্থানীয় অ্যাক্টিভিস্ট সুলাইমান আবদুলকাদের আল জাজিরাকে বলেন, বিমান হামলা চালিয়ে ও ব্যারেল বোমা নিক্ষেপ করে নির্বিচারে বেসামরিক কাঠামোগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। বেসামরিক নাগরিক ও বিদ্রোহী সবাইকে শহরছাড়া করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।