জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের চেয়ে সুস্থতা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ১৮৮ জন, সুস্থ হয়েছেন ৩৮৪ জন, মৃত্যু হয়েছে ১০ জনের।
আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় মৃত ১০ জনের মধ্যে সিলেট জেলার ৮ ও সুনামগঞ্জ জেলার ২ জন রয়েছেন। এনিয়ে বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭ জনের।
বিভাগে গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার মোট ৮৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে ১৮৮ জনের ফলাফল পজেটিভ আসে, এতে করে সংক্রমণের হার হচ্ছে ১৭.৩০ শতাংশ। ওই সময়ে চার জেলায় করোনা থেকে সুস্হ হয়েছেন ৩৮৪ জন, যা আক্রান্তের চেয়ে দ্বিগুণেরও বেশি। সিলেট বিভাগে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫২ হাজার ২২৪ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৫৮৯ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এনিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকৎসাধীন রয়েছেন ৩৫৯ জন করোনা রোগী। একই সময়ে সিলেট বিভাগে র্যাপিড এ্যন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ৫৩ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ৬২ জন, যা আগেরদিন এ সংখ্যা ছিলো ৭৩ জন। এনিয়ে বিভাগের চার জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৭৬ জন, আগেরদিন এসংখ্যা ছিলো ১ হাজার ৩২৩ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।