জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে, গতকাল বুধবার সকাল ৮টা হতে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৯ জনের মধ্যে সিলেট জেলায় ৫১, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৩ জন রয়েছেন।
এ সময়ে সিলেট বিভাগে ১হাজার ৫ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে বিভাগে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার শতকরা ৬.৮৭ ভাগ। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩ জন। এসময় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতলে মোট চিকিৎসাধীন রয়েছেন ৮৩ জন। আইসিইউ’তে আছেন ১০ জন। এপর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৩৪১ জন, মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৪১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২২২ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।