
জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। খবর ইউএনবি’র।
নতুন শনাক্তদের মধ্যে সিলেটে ৪৬, সুনামগঞ্জে ১৮, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪০৭৬, সুনামগঞ্জে ১৪৩৫, হবিগঞ্জে ১১৩২ এবং মৌলভীবাজারে ৯৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০৪, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০ জন মারা গেছেন।
মঙ্গলবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
অন্যদিকে, সিলেট বিভাগে ৩ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০১১, সুসামগঞ্জে ১০৯২, হবিগঞ্জে ৬২২ এবং মৌলভীবাজারে ৫৩১ জন রয়েছেন।
বর্তমানে করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২২৪ জন। এর মধ্যে ১৯১ জন ভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।