সিলেটে একদিনে করোনায় ২ জনের মৃত্যু

জুমবাংলা ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে সিলেটে আরো দু’জনের মৃত্যু হয়েছে।

প্রতীকী ছবি

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। তথ্যমতে, গত একদিনে মৃত দু’জনেই সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা  দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জনে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট জেলায় ১ হাজার ৫১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৭৫ জন রয়েছেন।

এদিকে, গত একদিনে সিলেট বিভাগে ১১০ জনের করোনা পরীক্ষার বিপরীতে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে শনাক্তের হার ১৪.৫৫ ভাগ। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৫২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৭৫৮ জন। সূত্র: বাসস