Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের কালো থাবা পড়েছে সিলেটে পুলিশ বিভাগে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই জেলার আরো ১১ জন পুলিশ সদস্য। গতকাল শুক্রবার (২২ মে) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার জেলার আরো ১১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে বিশ্বনাথ থানার ছয়জন পুলিশ সদস্য, ওসমানী নগর সার্কেল অফিসের একজন পুলিশ পরিদর্শক, ফেঞ্চুগঞ্জের একজন, সিলেট পুলিশ লাইন্সের দুইজন, জকিগঞ্জের একজন কর্মচারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।