জুমবাংলা ডেস্ক : সিলেট নগরীতে চুরি করা প্রাইভেটকারসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
Advertisement
আখালিয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।
তারা হলেন- সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ তুহিন ও তার সহযোগী রুহেন।
এ সময় চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন বলেন, ‘সেহরির কিছুক্ষণ আগে নগরীর বনকলাপাড়ার ৫২ নম্বর বাসা থেকে ৯০ মডেলের একটি প্রাইভেটকার চুরি করেন তুহিন ও রুহেন। খবর পেয়ে মাত্র ২০ মিনিটের মধ্যেই তাদের আখালিয়া এলাকা থেকে আটক করে পুলিশ।’
তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তুহিনের বিরুদ্ধে আগে থেকেই কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি শাহদাত। সূত্র : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।