জুমবাংলা ডেস্ক : হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিলেটের তিনটি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন পরিষদ, দাউদপুর ইউনিয়ন এবং মোল্লারগাঊ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, হামদর্দ ল্যাবরেটরিজের সহকারী পরিচালক বিপণন মীর নাজমুল হাসান, সেলস ম্যানেজার মো: ইউনুস আলীসহ স্থানীয় বিশিষ্টজনরা।
এ সময় স্থানীয় বিশিষ্টজনরা বলেন, হামদর্দের মতো অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে এলে বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা আরো সহজ হবে।
হামদর্দের কর্মকর্তারা বলেন, গুণগত মানের ইউনানি আয়ুর্বেদিক ওষুধ বিক্রির লভ্যাংশ দিয়ে হামদর্দ সারা দেশে অসংখ্য স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, এতিমখানা পরিচালনা করছে। আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠিাতা ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়ার একান্ত ইচ্ছা ও নির্দেশে আমরা সিলেটের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ছুটে এসেছি।
সিলেটের তিনটি ইউনিয়নের ১০০০ বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। দুর্গতদের বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, চিড়া, চাল, ডাল দেয়া হয়। এছাড়া প্রতিটি স্থানে হামদর্দের অভিজ্ঞ হাকীমরা ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। ক্যাম্পে প্রায় এক হাজার ২০০ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।