জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগ নেতা সঞ্জিব ও সাদ্দামের নেতৃত্বেই ডাকসু কার্যালয়ে হামলা হয়েছে এমন দাবি করে ভিপি নুরের সহযোগীরা বলেছেন অবিলম্বে প্রকৃত হামলাকরীদের গ্রেফতার না করলে লাগাতার আন্দোলনের ঘোষেনা দেবে সাধারন ছাত্র অধিকার সংরক্ষন ফোরাম।

বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহবায়ক রাশেদ খান এ কথা জানান।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় সিসি টিভির ফুটেজ ধ্বংস করেছে ঢাবি প্রশাসন।
এদিকে আহতদের চিকিৎসা নিয়েও লুকচুরি করা হচ্ছে বলে দাবি করেন তারা। জুয়েল আর সোহেলের শারিরীক অবস্থার অবনতি হলেও চিকিৎসকরা বলেছেন সবাই আশঙ্কামুক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


