জুমবাংলা ডেস্ক : কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ার খুরুশকুল সড়কের নিমার্ণাধীন একটি ভবন থেকে যুবককে ছুঁড়ে ফেলার অভিযোগের ভিত্তিতে একটি সিসিটিভি ফুটেজ সময় সংবাদের হাতে এসেছে।
পুলিশ জানায়, নির্মাণাধীন ওই ভবনের সামনের একটি বিল্ডিং থেকে ওই সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করা হয়েছে।
কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ার খুরুশকুল সড়কের নিমার্ণাধীন একটি ভবন থেকে ওই যুবককে ছুঁড়ে ফেলার অভিযোগ পাওয়া যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই যুবক। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলের পাশের একটা বিল্ডিং থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ থেকে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে, পাশের একটা নির্মাণাধীন বিল্ডিং থেকে লাশটা পড়েছে। আমরা সিসিটিভি ফুটেজে তার পড়ার দৃশ্যটা দেখছি, কিন্তু যেখান থেকে পড়েছে সেটা আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই যে তাকে আদৌ কেউ ফেলে দিয়েছে, নাকি সে নিজে লাফ দিয়ে পড়ে গেছে। আমরা অন্যান্য বিল্ডিং থেকে আরো ফুটেজ নেয়ার চেষ্টা করছি।
এ ঘটনায় ওই ভবনের নির্মাণ কাজে নিয়োজিত ৮ শ্রমিককে আটক করেছে পুলিশ। সূত্র : সময় টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



