জুমবাংলা ডেস্ক : সীতাকুন্ড থানার আরো চারজন উপপরিদর্শকসহ পাচঁজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে থানার ১ জন ইন্সপেক্টর, ৫ জন এসআই ও ৯ জন পুলিশ সদস্যের করোনা পরীক্ষারর ফলাফল পজিটিভ পাওয়া যায়।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিভিল সার্জন অফিস থেকে পাওয়া ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যানুযায়ী উপজেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ৬৮ জন।
সীতাকুন্ড থানার সূত্র মতে করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এ পর্যন্ত মোট ৫০ জনের নমুনা পরী্ক্ষার জন্য দেওয়া হয়। এর মধ্যে ২৬ জনের ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এর আগে শনাক্ত হওয়া একজন ইন্সপেক্টর ও এক সদস্য ৪ জুন থেকে চট্টগ্রামের হালিশহরস্থ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সীতাকুন্ড থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, নমুনা দেওয়া ৫০ জনের মধ্যে ২৬ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্তদের সবাই সর্দি, জ্বর ও কাশিতে ভুগছেন। তবে শ্বাসকষ্ট নাই কারো। ৯ জনকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরও ভর্তি করানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।