ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসকে ঘিরে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি আজ মঙ্গলবারও অব্যাহত রয়েছে। তবে ভাঙ্গায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরুর কথা থাকলেও এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের কঠোর নির্দেশনায় দক্ষিণবঙ্গের সাথে পদ্মা সেতু হয়ে ঢাকার যোগাযোগ স্বাভাবিক রাখতে মহাসড়কে বাড়তি নজরদারি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে অবস্থান করছে।
সরেজমিনে দেখা গেছে, রাস্তায় কোনো অবরোধ নেই, তবে স্বাভাবিকের তুলনায় যানবাহন কম। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে, মানুষজনও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
এর আগে সোমবার বিক্ষোভকারীরা ভাঙ্গা থানা ইএনও অফিস, নির্বাচন অফিস ও ভাঙ্গা হাইওয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ও প্রশাসন কঠোর অবস্থান নেয়। ঘটনার পর রাতেই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম ভাঙ্গা থানা পরিদর্শন করেন। তিনি আজ দুপুরে ভাঙ্গায় সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশিত আসন পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা টানা কর্মসূচি পালন করে আসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।