জুমবাংলা ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৭৬ কেজি গাঁজা আটক করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে পলাতক আসামি করে পোর্ট থানায় মামলা হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) বিকেল ৫টায় যশোর ৪৯ ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা এ মাদক দ্রব্য জব্দ করে।
পলাতক আসামিরা হলেন- বেনাপোলের রঘুনাথপুর গ্রামের কদম আলীর ছেলে সুমন ও একই এলাকার মিস্টারের ছেলে বকুল।
বিজিবি জানায়, বিজিবি সদস্যরা পৃথকভাবে দুই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। এসময় সুমনের বাড়ি থেকে ৪৬ কেজি গাঁজা ও বকুলের বাড়ি থেকে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারীরা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে মাদক দ্রব্য বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।