Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন ও অস্ত্র মজুদ করেছে পাকিস্তান।
জন্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার কয়েক মাসের মাথায় পাকিস্তান অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে দাবি ভারতীয় সেনাদের। খবর ইন্ডিয়া টুডের।
পত্রিকাটির খবরে বলা হয়, পাকিস্তান তাদের নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত দুই হাজার সেনা মোতায়েন করেছে।
এদের মধ্যে পাক সেনাবাহিনীর বিশেষ শাখার সদস্যরাও রয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
অন্যদিকে কাশ্মীরে ৯ লাখ সেনা মোতায়েন করে ভারত এটিকে সেনাঘাঁটিতে রূপান্তর করেছে বলে দাবি পাকিস্তানের।
যদিও ভারত তাদের এ দাবি প্রত্যাখ্যান করে কাশ্মীরে আড়াই লাখ সেনা রয়েছে বলে দাবি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।