
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে সোমবার ফের বৈঠকে বসতে চলেছে ভারত ও চীন। চীনের দখলে থাকা মোল্ডো এলাকায় এ বৈঠক হওয়ার কথা। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
দুদেশের সেনাবাহিনীর কমান্ডার পর্যায়ের এ বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী দিল্লি।
আজকের দ্বিপাক্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর ১৪ কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং।
অন্যদিকে চীনের সেনাবাহনীর সাউথ শিনচিয়াং রিজিয়নের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন তাদের দেশের প্রতিনিধি দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন।
এর আগে আরও পাঁচবার ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে কর্পস কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। তবে এবারে বৈঠক নিয়ে আশাবাদী ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।