জুমবাংলা ডেস্ক : সীমান্তে এক কিশোরী হত্যার ঘটনায় দিল্লির কাছে প্রতিবাদ পাঠিয়েছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে।
১ সেপ্টেম্বর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে মৌলভিবাজারের জুরি উপজেলার ১৩ বছর বয়সি স্বর্ণা দাসকে হত্যা করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’
বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে এ ধরনের সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্খিত ও অযৌক্তিক এবং সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা, ১৯৭৫ সালের বিধানের লঙ্ঘন। ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।’
বুধবার স্বর্ণার ভাই পিন্টু দাস জানিয়েছেন, মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় বিএসএফ-এর গুলিতে স্বর্ণা নিহত হয়। গতকাল পর্যন্ত এই ঘটনায় বাংলাদেশের সরকার কোনো প্রতিবাদ না করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন একজন আইনজীবী ও একজন মানবাধিকারকর্মী।-ডয়চে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।