যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন চিত্রনায়িকা বুবলী

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের জন্য সুখবর জানালেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী।

ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, ‘মায়া : দ্য লাভ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। ছবিতে তার বিপরীতে দেখা যাবে তিন নায়ককে। তারা হলেন- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান।

ছবিটিতে তিন নায়কের মধ্যে দু’জনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন বুবলী। এদের মধ্যে শুধু ‘চোখ’ চলচ্চিত্রে রোশানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন।

ছবিটি নির্মাণ করবেন পরিচালক জসিম উদ্দীন জাকির। তরুণ প্রযোজক আলিনুর আশিক ভুঁইয়া প্রযোজিত সিনেমাটির শুটিং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে ঢাকা ও এর আশপাশে ছবির শুটিং শুরু হবে।

খোলামেলা পোশাকে ফটোশুট করে ঝড় তুললেন শ্রীলেখা