সুখবর দিলেন মুশফিক

মুশফিক

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। চোট কাটিয়ে দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলন করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। দ্বিতীয় ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

মুশফিক

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম। শনিবার (৫ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ।

মুশফিকের ফিট হয়ে ওঠা সম্পর্কে বায়জেদুল বলেন, বুধবার (২ মার্চ) মুশফিক ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর আমরা একটি এক্স-রে করাই। এক্স-রে রিপোর্টে কোনো চিড় বা খারাপ কিছু আসেনি, এক্স-রে নরমালই এসেছে। এজন্য আমরা তাকে অবজারবেশনে রেখেছিলাম। দেখা যায় যে সেখানে কোনো সোয়েলিং আসেনি।

বায়েজেদুল আরো বলেন, আজ ও ব্যাট করেছে, থ্রো-ডাউনও করলো। স্পিনেও করলো, পেস বোলিংয়েও করলো। হি ইজ গুড। আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে।

একটি মাছটি বিক্রি হলো ২ লাখ ২৪ হাজার টাকায়

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, নাঈম শেখ ও নুরুল হাসান সোহান।